নিজস্ব সংবাদদাতা : চীনের পরবর্তী প্রজন্মের J-36 যুদ্ধবিমান তার দ্বিতীয় উড়ান পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই বিমানটি উন্নত স্টেলথ প্রযুক্তি, আধুনিক রাডার এবং শক্তিশালী এভিওনিক্সে সমৃদ্ধ, যা চীনের বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। J-36 এর সফল উড্ডয়ন চীনের সামরিক শক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যতে এটি দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
/anm-bengali/media/media_files/2025/03/17/JP5m8fdesoJogLEva9zC.jpg)