নিজস্ব সংবাদদাতা : চীনের জন্য এখন বড় কূটনৈতিক ও ভূরাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাজারে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা। এমনটাই বলছেন ভূরাজনীতি বিভাগের সম্পাদক ডেভিড রেনি, যিনি সম্প্রতি বেইজিংয়ে চীনা সরকারি কর্মকর্তাদের ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। রেনির কথায়, "চীনের একটা বড় সমস্যা হল—যদি আমেরিকা সত্যিই চীনা পণ্যের বাজার বন্ধ করে দেয়, তাহলে সেই পণ্য কোথায় যাবে?"
/anm-bengali/media/media_files/2025/03/09/XLatqocWcOhU4UwUi6Rd.jpg)
তিনি জানান, বেইজিংয়ে তাঁকে জানানো হয়েছে, এই পরিস্থিতি নিয়ে চীন খুবই চিন্তিত। কারণ যদি আমেরিকায় চীনা পণ্য বিক্রি না হয়, আর সেই পণ্য ইউরোপ, লাতিন আমেরিকা বা গ্লোবাল সাউথের বাজারে ঢুকে পড়ে, তাহলে সেখানকার চাকরি ও অর্থনীতির উপর খারাপ প্রভাব পড়তে পারে। এর ফলে ওই দেশগুলো চীনের উপর বিরক্ত হতে পারে, সম্পর্ক খারাপ হতে পারে। আর সেটাই চীনের নেতৃত্বের জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়াবে।
/anm-bengali/media/media_files/2025/03/07/jYT9jODkDlzUPjv8Y9I8.jpg)
সব মিলিয়ে, চীনের সামনে এখন শুধু বাণিজ্যের চাপ নয়, সঙ্গে রয়েছে কূটনৈতিকভাবে সারা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বড় চ্যালেঞ্জ।