নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনে মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করেছে। এই প্রসঙ্গে চীনা দূতাবাস বলেছে, "যদি আমেরিকা যুদ্ধ চায়, তা সে শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য কোনো ধরণের যুদ্ধ হোক, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।"
/anm-bengali/media/media_files/2024/12/17/0dH1tCgQlVFUlpVFm0zt.jpg)
উল্লেখ্য, চীনা দূতাবাসের এরূপ মন্তব্য চীন ও আমেরিকার মধ্যে চলমান বাণিজ্যিক উত্তেজনার মাঝে চীনের শক্ত অবস্থানকে তুলে ধরে। চীন তাদের স্বার্থ রক্ষায় যেকোনো চাপ বা সংকটের বিরুদ্ধে প্রতিরোধ করতে প্রস্তুত বলে জানিয়েছে।