নিজস্ব সংবাদদাতা : গাজা উপত্যকায় মানবিক সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস। তিনি X-এ লিখেছেন, গাজার পরিস্থিতি এমন যে, ইতিমধ্যেই যারা হিমায়িত হয়ে মারা গেছে, তাদের চেয়ে "বেশি শিশু বিপদে আছে"।
গাজার শীতকালীন পরিস্থিতি অত্যন্ত নাজুক, যেখানে ইসরায়েলের সাহায্য প্রবেশে বিধিনিষেধের কারণে শীতকালীন পোশাক, কম্বল ও অন্যান্য মৌলিক সরবরাহের তীব্র ঘাটতি সৃষ্টি হয়েছে। এর ফলে, চলতি শীত মৌসুমে হাইপোথার্মিয়ায় আটটি শিশু মারা গেছে।
এ বিষয়ে টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস বলেন, "প্রত্যেক শিশুই জীবনের একটি সুস্থ ও নিরাপদ শুরুর দাবি রাখে, কিন্তু গাজার শিশুরা তাদের নিজেদের জীবন দিয়ে যুদ্ধের মূল্য পরিশোধ করছে।" তিনি গাজার শিশুমহলের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।