একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

'৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-01-20 at 07.41.03 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১৯ জানুয়ারী লন্ডনে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির’ যুক্তরাজ্য শাখার উদ্যেগে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়ে গেল। যেখানে উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা। মূলত, অনুষ্ঠান স্থল থেকে শাহরিয়ার কবীর, সামছুদ্দীন চৌধুরী মানিক ও শমী কায়সারের মুক্তি দাবী জানানো হয়। 

সভায় বক্তারা বলেন, “যে যুদ্ধ আজ থেকে ৩৩ বছর আগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে শুরু হয়েছিল বাংলাদেশে, সেটি আমরা সম্পূর্ণ করতে পারি নাই। সেই যুদ্ধটা আজ ব্যাপক ভাবে আবার ফিরে এসেছে, শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, এবার পুরো মুক্তিযুদ্ধই আক্রান্ত হয়েছে। যে কোন দেশেই নানা ভাবে সরকারের পরিবর্তন হতে পারে। কিন্ত দেশের ইতিহাস ঐতিহ্য,স্বাধীনতার স্মারক কখনো আক্রান্ত হয় না”। 

WhatsApp Image 2025-01-20 at 07.41.03

একই সাথে এও বলেন, “মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উন্মুক্ত আস্ফালন শুরু হয়েছে দেশ জুড়ে। দেশ, সংবিধান, জাতির পিতা থেকে সাধারণ মুক্তিযোদ্ধারা সবাই আজ আক্রান্ত। নতুন স্বাধীনতার নামে আজ স্বাধীনতার অস্থিত্বই বিপন্ন। তাই দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে। ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে”।

সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক, লেখক, মানবাধিকার কর্মী শাহরিয়ারের কবীরের নামে মিথ্যা হত্যা মামলার নিন্দা জানানো হয়। শাহরিয়ার কবীরকে গ্রেফতারের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের পক্ষে জাতিকে বার্তা দিতে চাইছে বলে মনে করেন। অনতি বিলম্বে শাহরিয়ার কবীর সাবেক বিচারপতি সামছুদ্দীন চৌধুরী মানিক ও শহীদ সন্তান শমী কায়সারের মুক্তির দাবী জানান।

WhatsApp Image 2025-01-20 at 07.41.04

যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলাম এর সভপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রাজ এর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, কেন্দ্রীয় কমিটর সহকারী সম্পাদক তাপস কান্তি বাউল, আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি নিলুফা হাসান, যুক্তরাজ্য নির্মুল কমিটির প্রতিষ্ঠিতা সদস্য স্বাধীন খসরু, নাজনীন সুলতানা শিখা, ড: রায়হান রশীদ, সত্যব্রত দাশ স্বপন, সাংবাদিক আনাস পাশা, মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাজহার, ড: শাহনেওয়াজ, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি জামাল আহমেদ খান, জাসদ নেতা মুজিবুল হক মনি, ড: আনিসুর রহমান আনিস, নজরুল ইসলাম অকিব, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি নাজমা হোসেন, যুগ্ম সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক ঈশা খান রাসেদ, নাগিফ সালভাহ, জেসমিন চৌধুরী প্রমুখ।