অবশেষে শান্তি ফিরছে গাজা! যুদ্ধবিরতি বৈঠকে কী হল আলোচনায়

গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Gaza

নিজস্ব সংবাদদাতা:  গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার মধ্যস্থতাকারী এবং যুদ্ধরত পক্ষ কাতারে আলোচনায় বসেছে। এক বছরের বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে। গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আলোচনায় ছয় ঘণ্টা কেটে গিয়েছে। এখনও আলোচনা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে। এই বৈঠকে ইজরায়েল ও গাজার প্রতিনিধিদের পাশাপাশি মার্কিন প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। 

অন্যদিকে, গাজায় হামাসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। তাঁরা জানিয়েছেন, এই বৈঠক বর্তমানে শেষ পর্যায়ে। বৈঠক ইতিবাচক হয়েছিলেন। এই দফা আলোচনার মাধ্যমে কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি হবে।