নিজস্ব সংবাদদাতাঃ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করা হবে এবং তাকে প্রতিবেশী বেলারুশে পাঠানো হবে।
পেসকভের কার্যালয় জানিয়েছে, মস্কোর দিকে ওয়াগনার বাহিনীর অগ্রযাত্রা থামানোর চুক্তির অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে প্রিগোজিন দেশ ছাড়ার নিশ্চয়তা পেয়েছেন।
এর আগে শনিবার রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি মস্কো অঞ্চল ও ভোরোনেজ অঞ্চলে 'সন্ত্রাসবিরোধী অভিযান' চালুর ঘোষণা দেয়। মস্কোর মেয়র সোমবারকে 'কর্মহীন দিবস' হিসেবে ঘোষণা করেছেন।