নিজস্ব সংবাদদাতা : ভারতের সাথে কানাডার বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটানোর দাবি করলেন কানাডার 'হবু' প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্প্রতি কানাডার নির্বাচনে বড় জয়লাভ করেছে কানাডার লিবারেল পার্টি। এই নির্বাচনে প্রায় ৮৫.৯ শতাংশ ভোট পেয়েছে কানাডার লিবারেল পার্টি। এরপর লিবারেল পার্টির তরফ থেকে মার্ক কার্নিকে তাদের পার্টি লিডার নির্বাচিত করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। কিন্তু তার আগেই ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি নিয়ে বড় দাবি করে বসলেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/03/10/fNK1g6T4ARAVtcNL4Yw2.jpeg)
আজ এই প্রসঙ্গে তিনি বলেন, ''কানাডা সমমনস্ক দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৈচিত্র্যময় করতে চাইছে এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের অনেক সুযোগ রয়েছে।" এছাড়াও তিনি বলেন, ''যদি আমি প্রধানমন্ত্রী হই, তবে আমি সেই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগকে সম্পূর্ণ কাজে লাগাবো।"