নিজস্ব সংবাদদাতা : নরওয়ের হ্যাডসেল জেলায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে, জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় দুপুর ১:৩০ (১২:৩০ GMT) নাগাদ নরওয়ের উত্তর-পশ্চিম উপকূলে এই দুর্ঘটনাটি ঘটে। পাবলিক ব্রডকাস্টার এনআরকে জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটি রাস্তা থেকে বাইরে চলে গিয়ে আংশিকভাবে পানিতে পড়ে যায়। বাসটিতে কয়েক ডজন যাত্রী থাকার সম্ভাবনা রয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন, তবে এখনও হতাহতদের সঠিক সংখ্যা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।