বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে গাছ কাটার অভিযোগ

ভারতীয় সেনার বিরুদ্ধে বড় অভিযোগ।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশঃ ভারত-বাংলাদেশের কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর বিরুদ্ধে। শনিবার সকালে বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশের কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি আম গাছ কেটে নষ্ট করে তান্ডব চালায়। পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবিলার চেষ্টা করে। বিএসএফ অনবরত টিয়ারশেল নিক্ষেপ করে বলেও জানান স্থানীয়রা।  

বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে। পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে। সীমান্ত এলকায় উত্তেজনা বিরাজ করছে।