নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক ব্যর্থ হয়েছে। এরপরেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বড় ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন, রবিবার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপের নেতাদের বৈঠক হতে চলেছে। ইউক্রেনের শান্তিকে সামনে রেখেই এই বৈঠক হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "প্রধানমন্ত্রী এই সপ্তাহান্তে ইউক্রেনের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং রাশিয়ার অবৈধ যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর ভিত্তি করে স্থায়ী শান্তির নিশ্চয়তা প্রদানের জন্য এমন একটি পথ খুঁজে বের করতে দৃঢ়প্রতিজ্ঞ।" ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই বিবৃতি ইউরোপের সঙ্গে আমেরিকার দুরত্ব যে আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।