নিজস্ব সংবাদদাতা: মাত্র এক ঘন্টার মাথায় পরপর দুইবার বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি। প্রথম ভূমিকম্পটি হয় পাপুয়া নিউ গিনির পূর্ব নিউ ব্রিটেনের কোকোপোতে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ ম্যাগনিটিউড। ভারতীয় সময় শুক্রবার ভোররাত ১২ টা বেজে ৫১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পটি হয় পাপুয়া নিউ গিনির পশ্চিম নিউ ব্রিটেনের কান্দ্রিয়ানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ ম্যাগনিটিউড। ভারতীয় সময় ভোররাত ১ টা বেজে ১৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে দুটি ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।