ব্রেকিং: জাতিসংঘের দায়িত্ব শেষ

মায়ানমারের জন্য দূত হিসাবে জাতিসংঘের দায়িত্ব শেষ করতে চলেছেন নোলিন হেইজার। পদত্যাগ করবেন তিনি। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
UN

নিজস্ব সংবাদদাতা: মায়ানমারের জন্য জাতিসংঘের বিশেষ দূত হিসাবে দায়িত্ব শেষ করতে চলেছেন সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী নোলিন হেইজার। জুন মাসে তিনি পদত্যাগ করবেন। জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, ১২ জুন তিনি ১৮ মাসের মেয়াদ শেষ করবেন। নোলিন হেইজারকে ২০২১ সালের অক্টোবরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক মায়ানমারের দূত মনোনীত করা হয়েছিল। তার চুক্তি শেষ হবে ১২ জুন। গুতেরেস শান্তি ও মায়ানমারের জনগণের পক্ষে তার অক্লান্ত প্রচেষ্টার জন্য মিস হেইজারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুখপাত্র জানিয়েছেন শীঘ্রই একজন নতুন দূত নিয়োগ করা হবে। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মায়ানমারে উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করে।