নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ দেড় বছর হতে চললেও এখনও পর্যন্ত যুদ্ধের ভয়াবহতা বিন্দুমাত্র কমেনি। বরং ক্রমশই বৃদ্ধি পাচ্ছে যুদ্ধের নৃশংসতা। এরই মধ্যে এবার ইউক্রেনের জাপোরিঝিয়া, ডিনিপ্রো এবং পোলতাভা অঞ্চলে বিমান হামলার সতর্ক ঘন্টা বাজালো ইউক্রেন সরকার। ফলে এই ৩ টি অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন না হলে নিরাপদ আশ্রয় ত্যাগ না করার বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।