নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনকে শেষ করার লক্ষ্যে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ান সেনা বাহিনী রবিবার ইউক্রেনের একাধিক এলাকায় হামলা চালিয়েছে। হামলা চালানো হয়েছে স্লোভিয়ানস্কাতে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডোনেটস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো এই হামলার বিষয়ে জানিয়েছেন। এছাড়াও ভয়াবহ হামলা চালানো হয়েছে নভোক্রেনসকাতে। সেখানে একটি বাড়ি এবং একটি আউট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও শেষ হয়নি, রাশিয়ার ইউক্রেনকে শেষ করার ইচ্ছা। হামলা চালানো হয়েছে টোরেটস্কতে। সেখানে ১২ টি বাড়ি শেষ হয়ে গিয়েছে। হামলা হয়েছে শেরবিনিভকায়। এই অঞ্চলে ২ টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল থেকেই রাশিয়ান বাহিনী হামলার দাপট বাড়িয়েছে কোস্তিয়ানতিনিভকায়। কোস্তিয়ানতিনিভকায় রাশিয়ান বাহিনীর হামলার ফলে ৪ টি বাড়ি এবং ২ টি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাসোভি ইয়ারে হামলার তীব্রতা ছিল বহুল মাত্রায়। চাসোভি ইয়ারে হামলার ফলে ১ টি বাড়ি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়াও আরও ৩ টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ান বাহিনীর হামলার তীব্রতা পরিলক্ষিত করেছে ইউক্রেনের সিভার্সকও। সিভার্সকে হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ টি বাড়ি। এছাড়াও হামলা রাশিয়ান বাহিনী হামলা চালিয়েছে জাভানিভকাতে। এই অঞ্চলে হামলার ফলে ১ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই অঞ্চলগুলিতে হামলার ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, দীর্ঘ দেড় বছর হয়ে গেলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই খারাপ হচ্ছে। ইউক্রেনের ওপর রাশিয়ান বাহিনীর হামলার তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তবে হার মানতে নারাজ ইউক্রেনীয় বাহিনী। নিজেদের সর্বশক্তি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বর্তমানে ইউক্রেনের একাধিক এলাকায় জারি রয়েছে বিমান হামলার সতর্কতা। যেকোনো মুহূর্তে হতে পারে হামলা। তবে হামলা আটকাতে প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া নিরাপদ আশ্রয় ত্যাগ না করার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
⚡️In the morning, the russians hit the Slovianska community with a drone, — reported the head of Donetsk Regional Military Administration, Pavlo Kyrylenko.
— FLASH (@Flash_news_ua) August 20, 2023
A house and an outbuilding were damaged in Novoukraintska community.
12 houses were damaged in Toretsk, 2 more in… pic.twitter.com/6xhN342CCq