নিজস্ব সংবাদদাতা: রাশিয়ানরা ইউক্রেনের ইজিয়াম জেলার চেরনেশচিনা গ্রামের একটি শিশু স্কুলে হামলা চালিয়েছে। বোমা হামলার ফলে শিশু স্কুলটির ভবনটি ধ্বংস হয়ে গিয়েছে।
খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ এই হামলার বিষয়ে জানিয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে একটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।