নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা। ইতিমধ্যেই ফের একবার ইউক্রেনের জন্য নতুন করে সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। এবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি চমক দিয়ে জানিয়েছেন, আমেরিকান সাহায্য রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনকে হতাশ করেছে। আরও মার্কিন সাহায্য পেলে পুতিনকে আটকানো আরও সহজ হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার বৈশ্বিক সুরক্ষায় মার্কিন বিনিয়োগের প্রতিটি শতাংশ কাজ করছে। আমেরিকানদের জন্য কৃতজ্ঞ যারা তাদের হৃদয়ের আহ্বানে অসাধারণ কাজ করেছে। আমেরিকান হৃদয় ইউক্রেনের হৃদয়ের মতো একইভাবে স্পন্দিত হয়। আমি চাই আপনারা সবাই জানুন যে আমেরিকা লাখ লাখ ইউক্রেনবাসীর জীবন বাঁচিয়েছে"।