নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের দেড় বছর হতে চললেও যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। এবার ইউক্রেনের জাপোরিঝজিয়ায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। জাপোরিঝজিয়ায় বিমান হামলা আটকাতে তৎপর হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।