নিজস্ব সংবাদদাতা: নতুন করে যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি করল উত্তর কোরিয়া। বুধবার গভীর রাতে পূর্ব সাগরের দিকে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফে এই বিষয়ে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ক্ষেত্রে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে উত্তর কোরিয়া। এই পরিস্থিতিতে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুদ্ধ শুরুর আশঙ্কা বৃদ্ধি করছে।