নিজস্ব সংবাদদাতাঃ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সাথে বার্বাডোসে আঘাত হানল ভয়াবহ ঘূর্ণিঝড় হ্যারিকেন। যার জেরে ব্যাহত হয়েছে বিদ্যুৎ এবং পানীয় জল পরিষেবা।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2017/09/08130340/gettyimages-843729982.jpg)
হ্যারিকেনের কারণে দেশে কারফিউ জারি করেছে প্রশাসন। ফলে বাতিল হয়েছে সমস্ত ফ্লাইট। ফ্লাইট বাতিল হওয়ায় বার্বাডোসে আটকে পড়েছে টিম ইন্ডিয়া এবং ভারতের মিডিয়া।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/07/114-52-380x214.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)