নিজস্ব সংবাদদাতা: ইরাকের রাজধানী বাগদাদে ক্রমাগত বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভকারীরা সুইডেনের দূতাবাসে আগুন লাগিয়ে দিয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সুইডিশ দূতাবাস ভবন থেকে ধোঁয়া উঠছে। বেশ কয়েকজন বিক্ষোভকারী এখনও ঘটনাস্থলে তাণ্ডব চালাচ্ছে। দাঙ্গা আটকাতে দূতাবাস সংলগ্ন স্থানে পুলিশি মোতায়েন বৃদ্ধি করা হচ্ছে।