নিজস্ব সংবাদদাতা: বুধবার প্যারিসের একটি আদালত রুয়ান্ডার একজন প্রাক্তন সামরিক পুলিশ সদস্যকে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রাক্তন পুলিশ সদস্যের নাম ফিলিপ হেতেগিমানা। তার বয়স বর্তমানে ৬৬ বছর।
আদালত জানিয়েছে যে, ফিলিপ হেতেগিমানার বিরুদ্ধে সমস্ত অভিযোগই সঠিক প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, হেতেগিমানা রুয়ান্ডায় গণহত্যার পর ফ্রান্সে পালিয়ে আসেন। ফ্রান্সে শরণার্থী মর্যাদা লাভ করেন এবং তারপরে ফিলিপ ম্যানিয়ার নামে ফরাসি নাগরিকত্ব পান তিনি।