নিজস্ব সংবাদদাতা: এপার বাংলার মত ওপার বাংলাতেও দাপট বাড়াচ্ছে ডেঙ্গু। বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গু জ্বরে ১০০০ এরও বেশি মানুষ মারা গিয়েছে বলে জানা যাচ্ছে।
গত বছরের পুরো সময়ের তুলনায় মৃতের সংখ্যা প্রায় চার গুণ বেশি। মৃতদের মধ্যে ১৫ বছর বয়সী ১১২ জন শিশু রয়েছে৷ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশটিতে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটির হাসপাতালগুলি রোগীদের জন্য জায়গা তৈরি করতে লড়াই করতে হচ্ছে। ফলে ডেঙ্গু নিয়ে সরকারের ব্যবস্থাপনার ওপরও উঠছে প্রশ্ন।