নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার সরকারের অনুগত যোদ্ধারা পূর্ব সিরিয়ার প্রধানত আরব জেলায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই সংঘর্ষের ফলে দুই দিনে ২৫ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার জানা যাচ্ছে। ওয়াশিংটন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে যে, তারা সোমবার শুরু হওয়া সংঘর্ষে দেইর এজোর প্রদেশের ধেইবান এলাকায় অনুপ্রবেশকারী বন্দুকধারীদের তাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, এই মাসের শুরুর দিকে, একই এলাকায় এসডিএফ এবং সশস্ত্র আরব উপজাতিদের মধ্যে ১০ দিনের সংঘর্ষ হয়, যাতে ৯০ জন নিহত হয়।