নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতি মামলা করা হয়েছে। যার জেরে পাক রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। তবে এই বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং নওয়াজ শরিফ। তিনি পুরো বিষয়টিকেই ফাঁপা বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাকে কারাগারে পাঠিয়ে দেশের ২৫০ মিলিয়ন মানুষকে "প্রকৃত শাস্তি" দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ৭৩ বছর বয়সী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো একটি বড় দুর্নীতির মামলায় মুক্তি পাওয়ার একদিন পর এই মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পথে শেষ আইনি বাধা দূর করেছেন তিনি।