নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এবার ইউক্রেনের কুপিয়ানস্ক জেলায় হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ হামলার বিষয়ে জানিয়েছেন। হামলার ফলে পাঁচজন বেসামরিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন মহিলা এবং দুইজন পুরুষ রয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ইউক্রেনীয় বাহিনী সজাগ রয়েছে। নতুন করে হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী।