নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতির মধ্যে এবার ইউক্রেনের চুহুইভ জেলার ভোভচানস্কি খুতরি গ্রামে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনীর গোলাগুলিতে একজন ৬০ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও হামলার ফলে আহত হয়েছেন একজন ৭৩ বছর বয়সী মহিলা। হামলার একটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান, ওলেহ সিনিয়েহুবভ এই হামলার বিষয়ে জানিয়েছেন।