নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়ানরা ইউক্রেনের মারহানেত সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। মারহানেত সম্প্রদায়ের ওপর ভারী কামান দিয়ে হামলা করা হয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। হামলার বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। ডিনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক এই হামলার বিষয়ে জানিয়েছেন। হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।