নিজস্ব সংবাদদাতা: যুক্তরাজ্য বৃহস্পতিবার ১৩ জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। আফ্রিকায় রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের সাথে তাদের যোগসূত্র রয়েছে বলে যুক্তরাজ্যের তরফে দাবি করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রাপকরা আফ্রিকায় হত্যা ও নির্যাতন সহ নানা অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে বলে যুক্তরাজ্যের তরফে দাবি করা হয়েছে। যাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা আর যুক্তরাজ্যের নাগরিক, কোম্পানি এবং ব্যাঙ্কের সাথে লেনদেন করতে পারবে না। তারা মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সুদানে ওয়াগনারের কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে৷ নিষেধাজ্ঞা প্রাপকদের মধ্যে রয়েছে মালির ওয়াগনারের কথিত প্রধান ইভান আলেকসান্দ্রোভিচ মাসলভ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রধান ভিটালি ভিক্টোরোভিচ পারফিলেভ এবং সেখানে গ্রুপের অপারেশন প্রধান কনস্ট্যান্টিন আলেকসান্দ্রোভিচ পিকালভ প্রমুখ।