নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের, এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে একজন ইসলামি দলের নেতা সহ তিনজন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/05/DbKFh9UpNYAxdx0Tb4E7.jpg)
এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রধান আসিফ বাহাদুর জানিয়েছেন, "জামিয়াত উলামা ইসলাম-ফজল (JUI-F) নামের একটি ইসলামিক দলের নেতা আবদুল্লাহ নদীম এই বিস্ফোরণের মূল লক্ষ্য ছিলেন। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।"