মসজিদে বিস্ফোরণ ! আহত ইসলামিক দলের নেতা

কোথায় ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
Blast

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের, এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে একজন ইসলামি দলের নেতা সহ তিনজন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

pakistan blastt

এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রধান আসিফ বাহাদুর জানিয়েছেন, "জামিয়াত উলামা ইসলাম-ফজল (JUI-F) নামের একটি ইসলামিক দলের নেতা আবদুল্লাহ নদীম এই বিস্ফোরণের মূল লক্ষ্য ছিলেন। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।"