ইসরায়েল-হামাসের সংঘাতের বলি, একাধিক পড়ুয়ার মরদেহ ফিরল দেশে

নারায়ণ প্রসাদ নেউপানে, লোকেন্দ্র সিং ধামি, দীপেশ রাজ বিস্তা এবং আশিস চৌধুরির দেহ রবিবার কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়।

author-image
SWETA MITRA
New Update
nepaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলে হামাসের (Israel-Hamas conflict) হামলায় নিহত নেপালের চার শিক্ষার্থীর মরদেহ ফিরল দেশে। জানা গিয়েছে, নেপালের কাঠমান্ডুতে ফিরিয়ে আনা হয়েছে চার পড়ুয়ার দেহ এবং পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। নেপালের বিদেশমন্ত্রী এবং নেপালে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিমানবন্দরে পৌঁছান।

নেপালে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত হানান গোদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ইসরায়েলে তাদের ১৪০০ মৃতদেহ রয়েছে। তিনি নেপালের ছাত্র বিপিন জোশীর কথা বলেন, যিনি হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে নিখোঁজ রয়েছেন। দেখুন ভিডিও...