নিজস্ব সংবাদদাতাঃ কেনিয়ার পুলিশ রবিবার জানিয়েছে, তারা আরও ২৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে, যারা একটি সম্প্রদায়ের সদস্য বলে মনে করা হচ্ছে, যার ফলে তিনদিনে এই আন্দোলনের সঙ্গে জড়িত মৃতদেহের সংখ্যা ৪৭ জনে দাঁড়িয়েছে। পূর্ব কেনিয়ার মালিন্দির ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান চার্লস কামাউ বলেন, 'আমরা আরও ২৬টি মৃতদেহ উত্তোলন করেছি এবং এর ফলে ওই স্থান থেকে মোট ৪৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।' পুলিশ জানিয়েছে, কেনিয়ায় একটি সম্প্রদায়ের অনুসারীরা অনাহারে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের তদন্তে ২১টি মৃতদেহ উত্তোলন করা হয়েছে।