নিজস্ব সংবাদদাতাঃ উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসী নৌকার সংখ্যা বেড়ে যাওয়ার মধ্যে মাল্টা ও লিবিয়ার মধ্যে প্রায় ৪০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাচ্ছে। জানা গিয়েছে, লিবিয়ার তোব্রুক থেকে ছেড়ে যাওয়া নৌকাটি ডুবে গিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো উদ্ধার অভিযান শুরু হয়নি। সূত্রে খবর, নৌকাটির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল এবং নীচের ডেকে জল পূর্ণ ছিল, ক্যাপ্টেন চলে গিয়েছিলেন এবং নৌকাটি চালানোর মতো কেউ ছিল না। জানা গিয়েছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড রেসকিউ এলাকায় (এসএআর) রয়েছে। তাৎক্ষণিকভাবে মাল্টিজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।