নিজস্ব সংবাদদাতা: বিএনপি'র যুগ্ম সচিব রিজভী এবার নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনীর সওয়াল করে বিএনপি নেতার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা। বাংলা বিহার ওড়িশা দখলের দাবি, ভারতের শাড়ি পোড়ানোর পর এবার এই নেতা বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাব?"