নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের জেরে ঘরছাড়া বহু শিশু। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারা। যে শৈশবে মা বাবার সাথে তাদের এক সুখী জীবন যাপন করার কথা, সেই শৈশবে তাদের সামনে এসে উপস্থিত হয়েছে এক ভয়ঙ্কর সত্য। অবহেলায়,আতঙ্কে, ভয়ে কাটছে তাদের দিন।
তেমনই এক ছেলে তার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানিয়েছে। তার কথায় জানা গিয়েছে, '' আমি যখন আমার ছোট ভাগ্নের জন্য একটি বল নিয়ে আসছিলাম, তখন ইসরায়েল সন্ত্রাসবাদীরা আমাদের বোমা মেরেছিল। এবং তখন ভাগ্নেকে মাথার পিছনে গুলি করা হয়েছিল। তবুও, আমি তার জন্য বল নিয়ে গিয়েছিলাম এবং তাকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এই সময় ওরা আমাদের পাশে আবার বোমা ফেলে। তখন তাই আমি তাকে প্রতিবেশীর বাড়িতে নিয়ে যাই। সেখানেও একটি শিশুও রয়েছে। তার মাথা পুরোটাই ফেটে যায়। আমি মাটিতে তার মস্তিষ্ক পরে থাকতে দেখেছি। এখন আমরা নিজেরা কোথায় যাব? এইটা কোনও জীবন নয়। ''