নিজস্ব সংবাদদাতা : আজ পাকিস্তানের যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছে জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (BLA)। জাফর এক্সপ্রেস দখলের পর বেলুচ লিবারেশন আর্মি (BLA) তাদের সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে যে, তারা ১৮২ জনকে বন্দী করেছে। এছাড়াও, ১১ জন পাকিস্তানি সামরিক কর্মী নিহত হয়েছে। BLA দাবি করেছে যে, জাফর এক্সপ্রেসের পুরো নিয়ন্ত্রণ বর্তমানে তাদের যোদ্ধাদের হাতে রয়েছে। এই ঘটনা পাকিস্তানের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে।
/anm-bengali/media/media_files/2025/03/11/t02RlAEDVbG4XK6zL9Ui.webp)