নিজস্ব সংবাদদাতা: কেআইআইটি নেপালি পড়ুয়ার আত্মহত্যা মামলা নিয়ে ওড়িশা বিধানসভায় হৈচৈ, বিজেপি বিধায়ক মানস কুমার দত্ত বলেছেন, "এ বিষয়ে আজ হাউসে একটি মুলতবি প্রস্তাব আনা হয়েছিল। বিজেডি যেভাবে এই বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিল, তাতে দেখা যায় যে বিজেডি পিছনের দরজার রাজনীতি করছে... ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে, ওড়িশা রাজ্য সরকার এসওপি জারি করবে।"