নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। ইউক্রেনের ওপর মর্মান্তিক হামলা ক্রমশই বাড়িয়ে যাচ্ছেন পুতিন। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছেন জেলেনস্কি। একের পর এক দেশকে ইউক্রেনের সমর্থনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। এবার জেলেনস্কি যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের জন্য রোমানিয়া সফরের পদক্ষেপ নিলেন। পরের সপ্তাহেই রোমানিয়া সফর করতে পারেন জেলেনস্কি। ফলে জেলেনস্কির এই সফর আন্তর্জাতিক ক্ষেত্রে ইউক্রেনের শক্তি আরও বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে। যা পুতিনের খেলা ঘুরিয়ে দিতে পারে বলেও অনেকে মনে করছেন।