নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই এবার বড় তথ্য জানালেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন তৈরির ক্ষেত্রে ৪০ টিরও বেশি কোম্পানির সঙ্গে বর্তমানে ইউক্রেনের চুক্তি রয়েছে। শ্যামিহাল "আর্মি অফ ড্রোনস" প্রকল্পের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি ফোরামে উপস্থিত হন। এখানে বিভিন্ন ড্রোন নির্মাণ কোম্পানি একত্রিত হয়। এখন থেকে প্রধানমন্ত্রী জানান, ড্রোনের উৎপাদন বর্তমানে দশগুণ বেড়েছে। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জয়ের ক্ষেত্রে আশাবাদী ইউক্রেন।