নিজস্ব সংবাদদাতা: মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গকে ১২ জুন আলোচনার জন্য আহ্বান জানাবেন। সামরিক জোটের শীর্ষ সম্মেলনের এক মাস আগে ইউক্রেন এজেন্ডা নিয়ে আলোচনা হবে। হোয়াইট হাউস এই ঘোষণা করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের জানিয়েছেন, বাইডেন-স্টলটেনবার্গ জুটি লিথুয়ানিয়ায় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করবে এবং রাশিয়ার নৃশংস আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রতি মিত্রদের সমর্থন নিয়ে আলোচনা করবে। উল্লেখ্য, ন্যাটো প্রধান হিসেবে স্টলটেনবার্গের কার্যাদেশ অক্টোবরে শেষ হওয়ার কথা। সেই মেয়াদের সম্ভাব্য সম্প্রসারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, জিন-পিয়ের মন্তব্য করতে চাননি।