বড় খবর: শহরের মাঝে গোলাবর্ষণ

স্নিহুরিভকা শহরে গোলাবর্ষণ হয়েছে। 

author-image
Aniket
New Update
Russia Ukraine War

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের দিকে দিকে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এবার জানা যাচ্ছে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের স্নিহুরিভকা শহরে গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। যার ফলে শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহত বা আহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান ইভান কুখতা এই হামলার বিষয়ে জানিয়েছেন।