বড় খবর: শহরে একের পর এক হামলা

নিকোপোল শহরে একের পর এক হামলা হয়ে চলেছে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
n

 

 

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের একের পর এক শহরে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। হামলার ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। বৃহস্পতিবারও ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনীর হামলার ফলে বৃহস্পতিবারও ইউক্রেন জুড়ে সাধারণ মানুষের মধ্যে ভয় বিরাজ করেছে। বৃহস্পতিবার ইউক্রেনের নিকোপোলে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এই অঞ্চলে একের পর এক গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী। এদিন নিকোপোলে রাশিয়ান বাহিনী মোট ৪ বার গোলাবর্ষণ চালিয়েছে বলে জানা যাচ্ছে। হামলার ফলে নিকোপোল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে নিকোপোলের একাধিক বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিকোপোলের পোকরোভস্ক এবং মারহানেট সম্প্রদায়ের এলাকাগুলিতে আগুন জ্বলছিল বলে জানা যাচ্ছে। ভারী কামান এবং এমএলআরএস থেকে প্রায় তিন ডজন গোলাবর্ষণ হয় এই এলাকাগুলিতে। যার ফলে পোকরোভস্ক এবং মারহানেট সম্প্রদায়ের এলাকাগুলির কৃষি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার ফলে ৭০০ টি মুরগির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার ফলে নিকোপোল জুড়ে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে মৃত্যু ভয় দেখা দিয়েছে। নতুন করে নিকোপোলে হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। ডিনাইপ্রোপেট্রোভস্কের আরএমএ প্রধান সের্হি লাইসাক এই হামলার বিষয়ে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, হামলা স্থলে পৌঁছেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ান বাহিনীদের ওই এলাকা থেকে প্রতিহিত করতে সক্ষম হয়েছে তারা। হামলাস্থলে ইউক্রেনীয় বাহিনী বর্তমানে মোতায়েন রয়েছে। যেকোনো মুহূর্তে নতুন করে হামলা হলে যাতে তারা প্রতিহত করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্যও। হামলার ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। প্রসঙ্গত, ইতিপূর্বেও একাধিকবার ইউক্রেনের নিকোপোলে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। যার ফলে এই অঞ্চলে মৃত্যু থেকে ধ্বংস সমস্ত কিছুই ধারাবাহিক আকার নিয়েছে। বর্তমানে সকল সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলে হয়েছে। নিকোপোলে সতর্কবার্তা জারি রয়েছে বলে জানা যাচ্ছে।