নিজস্ব সংবাদদাতা: ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা চালায় হামাস বাহিনী। তার পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এবার ইসরায়েলকে থামতে বললেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "হামলার কোনও যুক্তি নেই" এবং মৃত্যু "বিরক্তি" সৃষ্টি করছে।