বড় খবর: একাধিক মৃত্যু, জ্বলছে চারিদিক, চোখের জল আটকে রাখতে পারবেন না

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে এবার রাশিয়ান বাহিনী ইউক্রেনের একাধিক স্থানে গোলাগুলি চালিয়েছে।

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: প্রত্যেকদিন ইউক্রেন জুড়ে রাশিয়ান বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। সেইমত ইউক্রেনের একাধিক স্থানে ফের হামলা করেছে রাশিয়ান বাহিনী। নভোক্রাইঙ্কা এবং বোহোয়াভলেঙ্কায় হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। গোলাগুলির ফলে বহু স্থানে আগুন লেগে গিয়েছে। এই হামলার জেরে ভুলেদার সম্প্রদায়ের ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কোস্তিয়ান্তিনিভকায় হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। কোস্তিয়ান্তিনিভকার ২ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১ জন শিশুও রয়েছে। এই হামলাগুলির বিষয়ে জানিয়েছেন, ডোনেটস্কের আরএমএ-এর প্রধান পাভলো কিরিলেনকো। আরও জানা যাচ্ছে, আভদিভকা, সিভার্সক এবং লাইমান এলাকাতেও গোলাগুলি হয়েছে। এছাড়াও, রাশিয়ান বাহিনীরা ডোনেটস্ক অঞ্চলের ২ জন বাসিন্দাকে হত্যা করেছে এবং আরও ৩ জনকে আহত করেছে।