নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের খেরসনে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা। দিমিত্রো কুলেবা জানিয়েছেন, নোভা কাখোভকা বাঁধ বিপর্যয়ের বিষয়ে বৃহস্পতিবার তার মার্কিন সমকক্ষ অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে কথা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন দিমিত্রো কুলেবা। উল্লেখ্য, ইউক্রেন বাঁধের পতনের জন্য রাশিয়াকে দোষারোপ করেছে এবং নিন্দা করেছে। ইতিপূর্বেই খেরসনে দুর্গতদের ওপর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। যার ফলে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।