নিজস্ব সংবাদদাতা: বুর্কিনা ফাসোতে নির্বাচন অগ্রাধিকার নয় বলে জানালেন, দেশটির সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। নির্বাচনের তুলনায় তিনি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন। ট্রাওরে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে বুর্কিনা ফাসোতে গণতন্ত্রে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাওরে যখন ক্ষমতা দখল করেন তখন তিনি দুই থেকে তিন মাস সময় চেয়েছিলেন বুর্কিনা ফাসোতে নিরাপত্তার উন্নতি করতে, কিন্তু এক বছর পরেও জিহাদি হামলা এখনও পশ্চিম আফ্রিকার দেশটিকে বিধ্বস্ত করে। ফলে বর্তমানে তিনি দেশে নির্বাচনকে নয় নিরাপত্তাকে অগ্রাধিকারে রাখছেন। ফলে অনেকেই মনে করছেন, ২০২৪ সালে বুর্কিনা ফাসোতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না।