নিজস্ব সংবাদদাতা: গ্রিসের কাছে অভিবাসী জাহাজ বিপর্যয়ে কমপক্ষে ৭৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এবার পাচারকারী সন্দেহে ৯ জন মিশরীয়কে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের মধ্যে ডুবন্ত জাহাজের ক্যাপ্টেনও রয়েছে। মাছ ধরার জাহাজটি লিবিয়ার বন্দর শহর টোব্রুক থেকে অভিবাসীদের নিয়ে ইতালির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। মানব পাচারের সন্দেহে কালামাতার পেলোপনিস বন্দর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, বুধবার সরকারের মুখপাত্র ইলিয়াস সিয়াকান্তারিস জানিয়েছেন যে, অভিবাসী বোঝাই জাহাজটিতে ৭৫০ জন লোক ছিল।