নিজস্ব সংবাদদাতা: সংঘর্ষে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে। প্রাণ হাতে নিয়ে সেখানে বাস করছেন সাধারণ মানুষ। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সুদানে আটকে ছিলেন বহু ভারতীয়। তারা দেশে ফেরার জন্য সুদানে অবস্থিত ভারতীয় দূতাবাসে বারংবার আবেদন জানাচ্ছিলেন। অবশেষে সুদানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরে আনার কাজ শুরু করেছে ভারত সরকার। ইতিপূর্বে সুদান থেকে একাধিক ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সুদান থেকে তাদের প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে সৌদি আরবে। তারপর সৌদি আরবের জেদ্দা বিমান বন্দর দিয়ে তাদের দিল্লিতে আনা হচ্ছে। এই সম্পূর্ণ প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে, 'অপারেশন কাবেরী'।
ইতিমধ্যেই অপারেশন কাবেরীর আওতায় বেশ কয়েকটি বিমান সুদান থেকে সৌদি আরব এবং সৌদি আরব থেকে দিল্লিতে এসে পৌঁছেছে। এখন জানা যাচ্ছে, অপারেশন কাবেরীর আওতায় এবার সৌদি আরব থেকে ভারতের উদ্দেশ্যে সুদানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে রওনা দিয়েছে অষ্টমতম বিমান। এই বিমানে রয়েছেন ৪০ জন। দেশে ফেরার আনন্দে তাদের মনে শান্তির জোয়ার আসছে। দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর যুদ্ধ চোখের সামনে দেখেছে তারা। মৃত্যু ভয় রাতের ঘুম কেড়ে নিয়েছে তাদের। দেশে ফায়ার শান্তিতে ঘুমানোর আশায় রয়েছেন সুদান থেকে দেশে ফিরতে পারা ভারতীয়রা। উল্লেখ্য, এর আগে দেশে ফিরতে পারা ভারতীয়দের স্লোগানে বরংবার মুখরিত হয়েছে দিল্লি বিমানবন্দর। সুদানে থেকে দেশে ফিরে আসা ভারতীয়দের মুখে, "ভারত মাতার জয়, ভারতীয় সেনার জয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়", স্লোগান দিল্লি বিমানবন্দরকে মুখরিত করে তুলেছে। প্রসঙ্গত, সুদানে আটকে থাকা প্রত্যেক ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছে ভারত সরকার।