নিজস্ব সংবাদদাতা: সুইডেন তিন বছরে ইউক্রেনকে ৬.৫ বিলিয়ন ইউরো পরিমাণে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। এই ঘোষণা করেছেন সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী, পল জনসন। ভবিষ্যতেও ইউক্রেনের পাশে থাকার বার্তাও দিয়েছেন। russia | ukraine | war | Sweden