PIB সামনে আনলো তথ্য, কারা কারা ছিল ‘অপারেশন সিন্দুর’-এর পিছনে দেখে নিন -
আমি খুব খুশি, আনন্দে উৎসাহে বললেন মমতা- কেনও এত খুশি তিনি?
সিঁদুরের মূল্য দেখেছে বিশ্ব- বুক ফুলিয়ে বললেন
পাকিস্তানের ত্রাণ চুরি করে পাকিস্তানের ড্যামেজ করবে তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায় Please do the needful- মমতা ব্যানার্জিকে বললেন বাংলারই নেতা
পাকিস্তানি পণ্য বিক্রি করলেই এবার কড়া শাস্তির মুখে পড়বে Amazon, Flipkart, জানালো কেন্দ্র
ভারতের প্রত্যাঘাত নিয়ে সর্বদলীয় বৈঠক এখনও হয়নি, ক্ষোভ প্রকাশ কংগ্রেসের
‘ভারতকে এখনও চিনতে পারেনি পাকিস্তান’, ওয়াশিংটন ডিসি থেকে এমনই বলা হল এবার
আর যাওয়া হবে না তুরস্ক, পাকিস্তানকে সমর্থন করায় মাসুল গুণতে হবে ওই দেশকে
ভারতীয় সেনার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল

BREAKING : ২,৫০০ অহিংস মাদক অপরাধীকে মুক্তি

প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্বের শেষ দিনে প্রায় ২,৫০০ অহিংস মাদক অপরাধীকে ক্ষমা দিয়েছেন, বিশেষ করে ক্র্যাক কোকেন সম্পর্কিত সাজা কমানোর মাধ্যমে জাতিগত বৈষম্য দূর করার পদক্ষেপ নিয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Joe Bidenq1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্বের শেষ দিনে প্রায় ২,৫০০ অহিংস মাদক অপরাধীকে ক্ষমা দিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে ক্র্যাক কোকেন সম্পর্কিত অপরাধে দীর্ঘ সাজা ভোগ করা বন্দীদের সাজা কমানো হয়েছে। বাইডেন বলেন, বর্তমান আইন ও নীতির কারণে এই অপরাধীদের সাজার মেয়াদ ছিল অসম্ভবভাবে দীর্ঘ, যা অযৌক্তিক এবং এটি জাতিগত বৈষম্য সৃষ্টি করেছিল। ১৯৮৬ সালের মাদকদ্রব্য বিরোধী আইন অনুসারে, ক্র্যাক কোকেনের জন্য সাজা ছিল পাউডার কোকেনের চেয়ে অনেক বেশি। বাইডেনের এই পদক্ষেপটি মূলত এই বৈষম্য দূর করতে এবং সংশ্লিষ্ট বন্দীদের জন্য সুবিচার প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।
bidentr

উল্লেখ্য, বাইডেনের প্রশাসন ২০২১ সাল থেকে মাদক নীতি সংস্কারের পক্ষে ছিল এবং অনেক ফৌজদারি বিচার গোষ্ঠী আশা করছিল যে প্রেসিডেন্ট মাদক অপরাধে বৈষম্য কমাতে পদক্ষেপ নেবেন। বাইডেনের এই ক্ষমার পদক্ষেপ সেই দাবি পূরণ করেছে।