নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্বের শেষ দিনে প্রায় ২,৫০০ অহিংস মাদক অপরাধীকে ক্ষমা দিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে ক্র্যাক কোকেন সম্পর্কিত অপরাধে দীর্ঘ সাজা ভোগ করা বন্দীদের সাজা কমানো হয়েছে। বাইডেন বলেন, বর্তমান আইন ও নীতির কারণে এই অপরাধীদের সাজার মেয়াদ ছিল অসম্ভবভাবে দীর্ঘ, যা অযৌক্তিক এবং এটি জাতিগত বৈষম্য সৃষ্টি করেছিল। ১৯৮৬ সালের মাদকদ্রব্য বিরোধী আইন অনুসারে, ক্র্যাক কোকেনের জন্য সাজা ছিল পাউডার কোকেনের চেয়ে অনেক বেশি। বাইডেনের এই পদক্ষেপটি মূলত এই বৈষম্য দূর করতে এবং সংশ্লিষ্ট বন্দীদের জন্য সুবিচার প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।
উল্লেখ্য, বাইডেনের প্রশাসন ২০২১ সাল থেকে মাদক নীতি সংস্কারের পক্ষে ছিল এবং অনেক ফৌজদারি বিচার গোষ্ঠী আশা করছিল যে প্রেসিডেন্ট মাদক অপরাধে বৈষম্য কমাতে পদক্ষেপ নেবেন। বাইডেনের এই ক্ষমার পদক্ষেপ সেই দাবি পূরণ করেছে।